স্মৃতি টুকু থাক
স্মৃতি পটে যত আলো আঁধারের সমাবেশ তা নিয়েই জীবনের পথ চলতে লাগে বেশ। জীবনের এই সমুদ্র তটে - ঝিনুকের মত কত স্মৃতি ছড়িয়ে থাকে। কোনটাকে কাল সমুদ্র ধুয়ে নিয়ে চলে গেলেও, আবার কেমন যেন ফিরে ফিরে আসে। কোনো এক নির্জন বিকেলে, জানালার পাশে একলা বসে- ছুটিয়ে নিয়ে যাই আমার ভাবনার কালো ঘোড়াকে, কত স্মৃতির দেশ ঘুরে আসি এক ছুট্টে। এত স্মৃতির ভিড়ে যেন হারাতেই চায় মন, চায় ওই স্মৃতি টুকুই আঁকড়ে বেঁচে থাকতে। তাই স্মৃতি টুকুই থাক।